স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ আগস্ট।। জেলাশাসকের নির্দেশ প্রত্যাখ্যান করলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিধায়ক সুদীপ রায় বর্মন। উল্লেখ্য, সম্প্রতি ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের পরিষেবার নিয়ে একাধিক অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াতে রবিবার দুপুরে ভগৎ সিং কোভিড সেন্টার পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি এদিন পি পি ই কীট পরিধান করে কোভিড সেন্টার পরিদর্শন করেন।
পরে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন যাতে রোগীরা পরিষেবা নিতে এসে কোন ধরনের গাফিলতি শিকার না হতে হয়। পাশাপাশি কোভিড সেন্টার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জোর দেওয়ার দাবি জানান তিনি। আর এতেই দেখা যায় গুঞ্জন। অবশেষে এদিন রাতে পশ্চিম জেলাশাসক ড. সন্দীপ মহাত্মে বিধায়ক সুদীপ রায় বর্মনকে ৩ আগস্ট থেকে সাত দিন অরুন্ধতী নগর কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি থাকা আদেশ দিয়েছেন। আর জেলাশাসক এই মেমোরেন্ডাম অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিবের কাছে পাঠিয়েছেন।
পাশাপাশি আরও জানানো হয় তিনি কোভিড সেন্টারে রোগীদের সাথে দেখা করতে গিয়ে ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রকের আদেশ লঙ্ঘন করেছেন এদিন।
কিন্তু পশ্চিম জেলাশাসকের আদেশের ২৪ ঘন্টা মধ্যে ঘাতে লবণ ছিটিয়ে দেখালেন বিধায়ক শ্রী বর্মন। শ্রী বর্মন জেলাশাসককে পুনরায় চিঠি দিয়ে প্রশ্নের ছোড়ে বলেন, কিভাবে বিনা টেস্টে উনাকে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জেলাশাসক। আর যদি রাজ্যের কিছু সংখ্যক করোণা আক্রান্ত রোগীকে হোম কায়ারেন্টাইনে পাঠানো সম্ভব হয়, তাহলে উনাকে কেন বিনা টেস্টে এ ডি নগর কোয়ারেন্টাইন এ পাঠানোর মতো সিদ্ধান্ত নিয়েছেন জেলাশাসক?
পাশাপাশি সেদিন সমস্ত ধরনের সরকারি নির্দেশিকা মেনে এবং পি পি ই কীট পরিধান করে রোগীদের সাথে আলোচনা করে তাদের সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন। এতে কোন ধরনের ভুল ত্রুটি রয়েছে বলে মানতে নারাজ এটা বিধায়ক স্পষ্ট করে দিয়েছেন চিঠিতে।