Mask Enforcement : মাস্ক ছাড়া ঘুরলেই ধরে জরিমানা ও সাথেসাথেই করোনা এন্টিজেন টেস্ট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুলাই।। করোনা মোকাবেলায় সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে এন্টিজেন টেস্ট এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

বুধবার ঈদের ছুটির দিনেও প্রশাসনের উদ্যোগে আগরতলা পশ্চিম থানার সামনে এবং মহারাজগঞ্জ বাজার ,চৌমুহনী বাজার ও জিবি বাজারে অ্যান্টিজেনটেস্ট করার জন্য চারটি দল পৃথক পৃথকভাবে নিয়োজিত রয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মহকুমা প্রশাসনের উদ্যোগে জনগণ এলাকাগুলিতে এন্টিজেন টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে।

বুধবার ঈদের ছুটির দিনেও আগরতলা শহরের চারটি স্থানে চারটি দলকে এন্টিজেন টেস্টের জন্য কাজে লাগানো হয়। শহরের প্রাণকেন্দ্র আগরতলা পশ্চিম থানার সামনে এন্টিজেন টেস্ট এর ব্যবস্থা করা হয়। এছাড়া জিবি বাজার, মহারাজগঞ্জ বাজার এবং চৌমুহনী বাজারে এন্টিজেন টেস্ট করা হয়।

সদরের অতিরিক্ত মহকুমা শাসক আজ অবশ্য অ্যান্টিজেন টেস্ট করে কাউকে করোনা পজিটিভ পাওয়া যায়নি। তিনি জানান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা আগামী দিনগুলিতে সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে অব্যাহত রাখা হবে।

সদরের মহকুমাশাসক আরো জানান, প্রত্যেককে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এসব বিষয়ে জনগণকে সচেতন করার জন্য মহকুমা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ অব্যাহত রয়েছে।

যারা প্রশাসনের নির্দেশ অমান্য করছে তাদের আর্থিক জরিমানা করা হচ্ছে বলেও জানিয়েছেন সদরের অতিরিক্ত মহকুমা শাসক। রাজ্যে করোণা আক্রান্ত মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সে কারণেই কারফিউ অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?