স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জুলাই।। ২৫ জুলাই মুক্তিযুদ্ধের কর্মসূচি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। কারণ রাজ্যে করোনা পরিস্থিতিতে উইকেন্ড কারফিউ এবং করোনা কারফিউ মেয়াদ সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা প্রবল।
তাই সেদিকে বিচার বিবেচনা করে প্রদেশ কংগ্রেসের বাংলাদেশ মুক্তিযুদ্ধ ৫০ তম বার্ষিকী উদ্যাপন কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান কমিটির চেয়ারম্যান মানিক দেব।
তিনি আরো বলেন এই কর্মসূচি পুনরায় অগাস্ট মাসে পুনর্বিবেচনা করে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ২৫ জুলাই ছাড়া বাকি সমস্ত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
পরে তিনি দেশের এবং রাজ্যের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, দেশে এবং রাজ্যের ড্রবল ইঞ্জিনের সরকার মানুষের কাছ থেকে ব্যক্তিগত স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, মানবতার অধিকার সমস্ত কিছু কেড়ে নিতে শুরু করেছে।
প্রদেশ কংগ্রেস সরকারের এ ধরনের ভূমিকা তীব্র নিন্দা জানায়। সরকারের অমানবিক দৃষ্টিভঙ্গিতে দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা পিছিয়ে গেছে। কর্মসংস্থানের দিকেও রাজ্য পিছিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেছেন।