স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুলাই৷। রাজ্যের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ইলা লোধ প্রয়াত হয়েছেন৷ সোমবার কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর৷ তিনি হৃদরোগে আক্রন্ত হয়েছিলেন৷
দীর্ঘ লড়াই সংগ্রাাম করে তিনি খ্যাতির চূড়ায় পৌঁছে ছিলেন৷ তাঁর প্রয়াণে রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বিভিন্ন ব্যক্তিরা অভিমত ব্যক্ত করেছেন৷
ডাঃ ইলা লোধের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এক শোক বার্তায় বলেছেন, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ডাঃ ইলা লোধের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে৷
কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক এক শোক বার্তায় বলেছেন, ডাঃ ইলা লোধ চিকিৎসা জগতে গর্ব৷ তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন৷ শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি৷
এদিকে, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন এক শোক বার্তায় বলেন, তিনি গভীর ভাবে শোকাহত৷ প্রয়াতার আত্মার শান্তি কামনা করেছেন সুদীপবাবু৷
এদিকে, সিপিএম রাজ্য কমিটির তরফ থেকে এক প্রেস বিবৃতিতে ডাঃ ইলা লোধের প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে৷ অন্যদিকে, বিরোধী দলনেতা মানিক সরকার এক বিবৃতিতে ডাঃ ইলা লোধের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ডাঃ ইলা লোধ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন৷
কিন্তু, দৃঢ় মানসিকতা নিয়ে রোগের বিরুদ্ধে লড়ছিলেন৷ কাজে ফিরে এসেছিলেন৷ রোগীদের সাথে আবার মিশে গিয়েছিলেন৷ তাই এই বেদনাদায়ক সংবাদ আকস্মিক৷
তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতিছ৷ পরিবার পরিজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি৷ ত্রিপুরার স্বনামধন্য স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি সুখ্যাতি ও স্বীকৃতি অর্জন করেছিলেন৷
ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের ডাইরেকটার হিসেবে কর্মক্ষেত্রেও প্রশাসনিক দক্ষতার নিদর্শন রেখে গেছেন৷ ভাবনা ও চিন্তায় মানবিক ও কল্যাণকামী ছিলেন৷ তাঁর অবদান ত্রিপুরার স্মরণে থাকবে৷