স্টাফ রিপোর্টার, খোয়াই, ১ আগস্ট।। খোয়াই জেলার তুলাশিখর থেকে বাদলা বাড়ি যাওয়ার রাস্তাটি চরম অনাদরে অবহেলায় নদীর গর্ভে বিলীন হয়ে যেতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ভাঙতে শুরু করেছে। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাস্তাটি মেরামতের কাজ শুরু হয়।
গতবছর নদীর ভাঙ্গন রোধে কিছু বোল্ডার তৈরি করে ফেলা হয় হয়। অল্প কিছু সংখ্যক বোল্ডার তৈরি করে ফেলে কাজ অর্ধসমাপ্ত অবস্থায় দেখে গা ঢাকা দেয় দায়িত্বপ্রাপ্ত। এর ফলে নদীর ভাঙ্গনে রাস্তা বিলীন হয়ে যেতে শুরু করেছে। এ ধরনের কার্যকলাপে ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনগণ এবং ওই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষজন। অবিলম্বে রাস্তাটিকে নদীর গর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা করার জন্য জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাটি ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার অন্তর্ভুক্ত। এলাকায় বসবাসকারী সিংহভাগ জনগণ জনজাতি অংশের । সামনেই ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন। অবিলম্বে রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এলাকার জনগণ জেলা পরিষদ নির্বাচনে এর যোগ্য জবাব দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তারা অভিযোগ করে জানান বাম সরকারের আমলে বহুবার রাস্তাটি সংস্কারের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি।
ভোট এলেই তারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে যায় বলে তারা গুরুতর অভিযোগ করেন। এ যাত্রায় কোন ধরনের প্রতিশ্রুতির কাছে তারা মাথানত করবেন না প্রয়োজনে তারা যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ জনজাতি অধ্যুষিত এলাকার যোগাযোগ ব্যবস্থার রাস্তা হওয়ার কারণেই সরকার ও প্রশাসন বিষয়টির প্রতি তেমন গুরুত্ব দিচ্ছে না।