Tripura Police : ধর্মনগরে চুরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পুলিশের ভূমিকায় অসন্তোষ জনমনে

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৯ জুলাই।। ধর্মনগরে চুরির ঘটনা দিন কে দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোন ভুমিকা নিতে দেখা যাচ্ছে না পুলিশ প্রশাসনকে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্দির , মানুষের বাড়িঘর দোকান পাঠ কিছুই বাদ যাচ্ছে না চোরের হাত থেকে। এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারন মানুষের মধ্যে। চুরির ঘটনা যেমন একটা নিত্য দিনের গল্প হয়ে রয়েছে।

রাতে আধারে বিভিন্ন স্থানে চুরের দল হানা দিয়ে টাকা পয়সা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট হচ্ছে , সকালে ধর্মনগর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লোক দেখানো তদন্ত করে দায়িত্ব খালাস করছে। কিছু কিছু লোকজন আবার ধর্মনগর থানার পুলিশের বিরুদ্ধে বলতে গিয়ে বলছেন ধর্মনগর খাদ্য গুদামের চাল চুরি কান্ডে ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ চোর সহ চুরি যাওয়া চাল উদ্ধার করল।

কিন্তু ধর্মনগর শহর এলাকায় একেরপর এক চুরি কান্ড সংঘটিত হওয়ারপরেও পুলিশ কোন ঘটনার কুল কিনারা করতে পারেনি কোন উল্লেখযোগ্য ঘটনাও নেই যে বলা যাবে পুলিশ চোরচক্র কে আটক করতে সক্ষম হয়েছে।সাধারন মানুষ কিন্তু প্রশ্ন তুলছে পুলিশের ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত অবহেলার কারনেই কি চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

প্রসঙ্গত ধর্মনগর পূর্ববাজারে রবিবার রাতে আবারও ২ টি দোকানে হানা দেয় চোরের দল,দোকান গুলোর দরজা এবং আলমিরা ভেঙ্গে বেশ কিছু নগদ টাকা নিয়ে যায় চোরের দল। গত এক মাসে এই এলাকায় দু-দুবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে।

আজ সকালে দোকান মালিক দোকানে এসে দেখতে পান দরজার তালা আলমিরার তালা ভাঙ্গা , চুরি হয়েছে বুঝতে পেরে সাথে সাথে খবর দেওয়াহয় ধর্মনগর থানায়, পুলিশ ও এসে তদন্ত করে যায়। পুলিশ এই চুরির ঘটনা গুলো রুখতে কঠোর ভুমিকা গ্রহন করুক দাবী ধর্মনগরবাসীর।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?