স্টাফ রিপোর্টার, আমবাসা, ১ আগস্ট।। ধলাই জেলার আমবাসায় মোবাইল ফোনের দোকানে দরজা ভেঙ্গে চুরির চেষ্টা করে চোরের দল। গভীর রাতে দোকানে তালা ভাঙ্গার শব্দ শুনে বাড়ির মালিক বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দোকানের মালিককেও।
ঘটনার সময় আমবাসা বাজারে পুলিশের পাহারাও ছিল। চিৎকার চেঁচামেচি শুনে পুলিশ ছুটে আসে। মোবাইলের দোকানে চুরির ঘটনায় জড়িত এক চোরকে পাকড়াও করা সম্ভব হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। দোকানের মালিক জানিয়েছেন দোকানের পেছনের বাড়ির লোকজনরা তালা ভাঙ্গার আওয়াজ শুনে বের হয়ে না আসলে দোকানের ভিতর থেকে মোবাইল ফোনসহ অনেক জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে সক্ষম হতো।
তালা ভেঙ্গে ভেতরে ঢুকলেও দোকান থেকে কোন জিনিসপত্র নিয়ে যেতে সক্ষম হয়নি। আমবাসা বাজারে রাত্রিকালীন পুলিশি টহল থাকা সত্ত্বেও এ ধরনের চুরির ঘটনা অন্যান্য ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় আরো বাড়িয়ে তুলেছে। বিশেষ করে চলাকালে কারফিউ অবস্থায় লক ডাউন চলাকালে এধরনের চুরির চেষ্টার ঘটনা রীতিমতো উদ্বেগজনক।