অনলাইন ডেস্ক, ১৯ জুলাই।। লিওনেল মেসির ক্লাব বার্সেলোনার সাজঘরে শোভা পাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি সম্বলিত একটি পেপার কাটিং। করোনা নিয়ে ফুটবলারদের সতর্ক করতে এটাই করেছে বার্সেলোনা।
গত অক্টোবরে রোনালদো করোনায় আক্রান্ত হয়েছিলেন। মহাতারকাদের মধ্যে তিনি একজন, যিনি প্রথম দিকে করোনায় আক্রান্ত হন।
স্পেনের সংবাদপত্র ‘এএস’ জানিয়েছে, বার্সেলোনা তাদের ফুটবলারদের বারবার মনে করিয়ে দিতে চাইছে, সবরকম সাবধানতা মেনে চললেও যেকোনো সময় যে কেউ কভিডে আক্রান্ত হতে পারেন। মেসিরাও তার ব্যতিক্রম নন।
তাই রোনালদোর করোনা আক্রান্ত হওয়ার খবর লাগিয়ে মেসিদের সতর্ক করা হচ্ছে।
করোনা হওয়ার জন্য গত মৌসুমে মেসির মুখোমুখি হতে পারেননি রোনালদো। ওই সময় চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার মুখোমুখি হয়েছিল জুভেন্তাস।
ম্যাচটিতে রোনালদোর না থাকার পুরো সুবিধা নিয়েছিল বার্সা। তারা ২-০ ব্যবধানে হারিয়েছিল জুভেন্তাসকে। পেনাল্টি থেকে বার্সার দ্বিতীয় গোল ছিল মেসির।
বার্সার বিরুদ্ধে ফিরতি ম্যাচে সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন রোনালদো।
তার জোড়া গোলে জুভেন্তাস ৩-০ ব্যবধানে হারিয়েছিল মেসিদের। রোনালদোর দুটি গোলই আসে পেনাল্টি থেকে।