স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ আগস্ট।। স্নান করতে গিয়ে হাওড়া নদীর জলে তলিয়ে গেলেন ষাটোর্দ্ধ এক ব্যক্তি। দমকল এবং এনডিআরএফ-র সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও নদী থেকে দেহ খুঁজে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারায়ণ দেবনাথ আজ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেছেন।
এ-বিষয়ে প্রত্যক্ষদর্শী জনৈক যুবক বলেন, প্রতিদিনের মতোই আজ আগরতলায় মাস্টার পাড়া গীতা মন্দির এলাকার বাসিন্দা পেশায় ঠেলা চালক নারায়ণ দেবনাথ নদীতে স্নান করতে গিয়েছিলেন। নদীর জলের স্রোত এবং গভীরতা সাংঘাতিক, তাকে এলাকাবাসী সতর্ক করেছিলেন। কিন্তু, তিনি কারোর কথা শুনেননি। নদীতে ডুব দিয়ে আর উঠেননি। ওই যুবকের দাবি, ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু, তাকে খুঁজে পাওয়া যায়নি। তাই, পুলিশ ও দমকল বাহিনী-কে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ছুটে আসেন। কিন্তু, অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি।
দমকল কর্মী-র কথায়, বৃষ্টির কারণে হাওড়া নদীতে জল প্রচন্ড বেড়ে গেছে। সাথে স্রোত সাংঘাতিক হওয়ায় ডুব দিয়ে উঠতে পারেননি ওই বৃদ্ধ। তিনি জানান, এনডিআরএফ-কে খবর দেওয়া হয়েছে। তাদের ডুবুরি-রা নদীতে তল্লাশি শুরু করেছে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, খবর দেওয়া সত্ত্বেও এনডিআরএফ-র জওয়ানরা অনেকটা দেরিতে ঘটনাস্থলে পৌছেছে। তাতে, স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেছেন।