স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৮ জুলাই।। ষোল বছরের দশম শ্রেণীর পড়ুয়া ছাত্রী ধর্ষণ কাণ্ডে শ্যামল সরকারের গ্রেপ্তার এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবিতে ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন এর চেয়ারম্যান নিলিমা ঘোষ এর নেতৃত্বে এক প্রতিনিধি দল নাবালিকা মেয়েদের বাড়ি এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সাথে সাক্ষাৎ করেন রবিবার দুপুরে।
উল্লেখ্য বিজেপির এক বুথ সভাপতির দ্বারা এক নাবালিকা মেয়েকে ছলনার ফাঁদে ফেলে অন্তঃসত্ত্বা করা এবং পরবর্তী সময়ে অভিযুক্তের নামে থানায় মামলা হলে পুলিশ কর্তৃক এখন পর্যন্ত পাকড়াও করতে না পারায় আজ ত্রিপুরা চাইল্ড রাইট কমিশনের চেয়ারম্যান নিলিমা ঘোষ এবং মনীষা সাহার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানাধীন মহারানিপুর এলাকার ওই নাবালিকা মেয়েটির বাড়িতে যান। এবং পরিবারের লোকজনের সাথে কথা বলে।
বর্তমান পরিস্থিতিতে মেয়েটির চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন নিলিমা ঘোষ। উল্লেখ্য ২৯ কৃষ্ণপুর বিধানসভা ২৪ নং বুথের বুথ সভাপতি শ্যামল সরকার তার বাড়ির পাশেরই ১৬ বছরের নাবালিকা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে পরপর সম্ভোগ করে।বর্তমানে মেয়েটির সাত মাসের অন্তঃসত্ত্বা।
এদিকে মেয়েটিকে শ্যামল সরকার হুমকি দেয় এই বিষয়ে যদি কারো কে বলে তবে প্রাণে মেরে ফেলা হবে।পরে অবশ্য অন্তঃসত্ত্বা হবার ব্যাপারে বাড়ির লোক ঘটনাটি টের পেয়ে এলাকার কয়েকজন কে জানান।
যদিও সূত্রের খবর কিছু টাকা পয়সার বিনিময়ে ওই বুথ সভাপতি সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু বর্তমানে মেয়েটির যে অবস্থা সালিশী সভায় ও সমাধান হলো না। পরবর্তী সময়ে পরিবারের লোক থানার দ্বারস্থ হয় এবং শুক্রবার তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শ্যামল সরকারের বিরুদ্ধে।
এ ব্যাপারে খোঁজখবর নিতে আজ ত্রিপুরা চাইল্ড রাইট কমিশনে চেয়ারম্যান নিলিমা ঘোষ মেয়েটির বাড়িতে আসেন। পরবর্তী সময়ে তেলিয়ামুড়া থানায় সাক্ষাৎ করেন।
তারপর চলে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া অফিস গৃহে। সেখানে গিয়ে অভিযুক্তকে যত তাড়াতাড়ি সম্ভব পাকড়াও করে উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।
এ ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন বর্তমানে মেয়েটির যে অবস্থা তার সন্তান জন্মগ্রহণ করা পর্যন্ত যাবতীয় চিকিৎসার আশ্বাস দেন। এবং সোসিয়াল মিডিয়ায় যাতে মেয়েটির পরিবারকে নিয়ে কোন ধরনের অন্যরূপ চিত্র ফুটে না ওঠে তারও ব্যবস্থা করার অনুরোধ জানান মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া।
এদিকে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ২৪ নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট তথা ধর্ষক শ্যামল সরকারের বিরুদ্ধে ধর্ষণ কাণ্ডের মতো অসামাজিক কাজে লিপ্ত থাকায় দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান মন্ডল সভাপতি নির্মল সরকার এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান খোয়াই জেলার সহ-সভাপতি রঞ্জিত সরকার সহ বিজেপি অন্যান্য নেতৃত্বরা।