স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১ আগস্ট।। করোনা প্রকোপের মাঝেই চাঞ্চল্যকর ঘটনার স্বাক্ষী রইল ত্রিপুরাবাসী। করোনা আক্রান্ত রোগআক্রান্তী সুস্থ হওয়ার পর পুনরায় তার দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। ওই ঘটনায় ত্রিপুরার স্বাস্থ্য দফতর দুঃশ্চিন্তায় পড়েছে। ইতিমধ্যে মহকুমা স্বাস্থ্য আধিকারিকের রিপোর্টের পর্যালোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও অনুরূপ ঘটনার প্রমান পাওয়া গেছে।
প্রসঙ্গত, ত্রিপুরায় ধলাই জেলায় গন্ডাছড়া মহকুমায় এক যুবক করোনা আক্রান্ত হয়েছিলেন। তাকে আগরতলায় ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করে চিকিৎসা হয়েছে। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন এবং তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার পর তাকে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু, ছুটি পাওয়ার কিছুদিন ওই যুবক পুনরায় অসুস্থ হন। তখন তার কোভিড টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।
এ-বিষয়ে গন্ডাছড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক বলেন, ওই যুবকের সমস্ত রিপোর্ট সংগ্রহ করে স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা ওই রিপোর্ট পর্যালোচনা করে দেখবেন। এ-বিষয়ে বিস্তারিত অবগত নই। তাছাড়া, এ-বিষয়ে কিছু বলার এক্তিয়ার নেই আমার।করোনা আক্রান্ত সুস্থ হওয়ার পর পুনরায় আক্রান্তের ঘটনা গবেষণা করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।