আইপিএফটির রাইমাভ্যালির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ১ আগস্ট।। করোনার থাবা ত্রিপুরায় আইপিএফটি দলেও ছড়িয়ে পড়েছে। দলীয় বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা করোনা আক্রান্ত হয়েছেন। তিনি রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি করোনা আক্রান্ত হলেও তার দেহরক্ষীর কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ মেলাঘর সাগরমহল কোভিড কেয়ার সেন্টারে তাকে ভর্তি করা হবে।

ইতিপূর্বে বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর স্ত্রী এবং দুইজন দেহ রক্ষী-র দেহেও করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল। আজ তাঁরা সকলেই সুস্থ হয়েছেন। তাঁদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।

আজ টেলেফোনে আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা বলেন, দুই দিন ধরে জ্বর, কাশি এবং মাঝে মাঝে শরীরের ব্যথায় ভুগছিলাম। তাই আজ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা-র জন্য যাই এবং কোভিড-১৯ টেস্ট করি। তাতে, আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বলেন, আমার রিপোর্ট পজিটিভ এসেছে ঠিকই, কিন্তু দেহ রক্ষী-র রিপোর্ট নেগেটিভ এসেছে। তাছাড়া, আজ বিকেলে আমার পরিবারের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

সংক্রমিত হওয়ার বিষয়ে তিনি অনুমান করে বলেন, গত এক সপ্তাহ ধরে ত্রিপুরায় ৪টি জেলা সফর করেছি। সাংগঠনিক কাজে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলা সফর করতে হয়েছে। তখনই সংক্রমিত হয়েছি বলে মনে হচ্ছে। তিনি জানান, আজকেই তাকে মেলাঘর সাগর মহল কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করা হবে। সাথে তিনি যোগ করেন, করোনা আক্রান্ত হয়েছি ঠিকই, কিন্তু আমি অনেকটাই সুস্থ আছি। প্রসঙ্গত, এখন পর্যন্ত দুইজন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন। দুইজনই শাসক দলের সদস্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?