T20 Series : পাঁচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে আবারও ওয়েস্ট ইন্ডিজের হাতে নাকাল অজিরা

অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। সিরিজ আগেই হেরে বসেছিল অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচ হারলেও শেষ দুই ম্যাচ জিতে ব্যবধানটা কমাতে চেয়েছিল তারা। চতুর্থ ম্যাচ জিতে সেই আভাস দেয় অ্যারন ফিঞ্চের দল। তবে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে আবারও ওয়েস্ট ইন্ডিজের হাতে নাকাল অজিরা।

ক্যারিবীয়দের দেওয়া ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার থামতে হয় ৯ উইকেটে ১৮৩ রানে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৯৯ রান করে স্বাগতিকেরা।

ওপেনার এভিন লুইসের ৩৪ বলে ৪ চার ও ৯ ছয়ে সাজানো ৭৯ রানের সুবাদে বড় পুঁজি পায় উইন্ডিজ। ৭ বলে ২ চার ও ২ ছয়ে ২১ রানের ক্যামিও উপহার দেন ক্রিস গেইল। উইকেটরক্ষক-অধিনায়ক নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান।

জবাব দিতে নেমে শুরুতে ওপেনার জশ ফিলিপকে (০) হারায় অস্ট্রেলিয়া। এরপর অধিনায়ক-ওপেনার ফিঞ্চ (৩১) ও মিচেল মার্শ (৩০) চেষ্টা করেছিলেন দলকে টেনে তুলতে। কিন্তু বাকি ব্যাটসম্যানরা কেউ বড় ইনিংস খেলতে পারেননি।মইজেজ হ্যানরিকসের ২১, উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের ২৬ রান কেবল পরাজয়ের ব্যবধানটুকু কমায়।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ১৯৯/৮ (২০ ওভার): লুইস ৭৯ (৩৪), পুরান ৩১ (১৮); টাই ৩/৩৭

অস্ট্রেলিয়া: ১৮৩/৯ (২০ ওভার): ফিঞ্চ ৩৪ (২৩), মার্শ ৩০ (১৫); কটরেল ৩/২৮, রাসেল ৩/৪৩

টস: ওয়েস্ট ইন্ডিজ

প্লেয়ার অব দ্য ম্যাচ: এভিন লুইস

প্লেয়ার অব দ্য সিরিজ: হেইডেন ওয়ালশ

সিরিজের ফলাফল: ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?