Elephant Attack : তেলিয়ামুড়ার ডিএম কলোনিতে ঐরাবতের তান্ডব, ছয়টি বাড়ি ভাঙচুর, ফসল তছনছ

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৭ জুলাই।। তেলিয়ামুড়া ডিএম কলোনি পাড়ার গতকাল রাতে বন্যহাতির তাণ্ডবে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বন্য হাতির দল ৬ টি বাড়িঘর ভাঙচুর করেছে এবং প্রচুর ফসল নষ্ট করে দিয়েছে। অল্পেতে প্রাণে বেঁচেছেন এলাকার মানুষজন।

বন্য দাতালের আক্রমণ যেন কোনো ভাবেই লাগাম টানা যাচ্ছে না। তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে বিভিন্ন জায়গায় প্রায় প্রত্যেক দিন বন্য দাতালের আক্রমণ অব্যাহত রয়েছে।

প্রতি রাতেই কোথাও না কোথাও দাঁতালের তাণ্ডবের শিকার হচ্ছে ঘর-বাড়ি;ফসল ইত্যাদি। তেলিয়ামুড়া বনদপ্তর, বনদপ্তরের এ.ডি.এস টিম, ও গ্রামীণ এলাকার ভলান্টিয়াররা হাতি তাড়ানোর কাজে নিযুক্ত থাকলেও হাতির আক্রমণ যেন কোনোভাবেই আটকানো সম্ভবপর হচ্ছে না।

শুক্রবার রাতেও বন্য দাতালের দল আক্রমণ চালায় । ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে ডি.এম কলোনী পাড়া এলাকায়।
খবরে জানা যায়, শুক্রবার রাতভর দাতালের দল তান্ডব চালায় ডি.এম কলোনি পাড়া এলাকায়।

হাতির দলের আক্রমণে এলাকার বহু বাড়ি-ঘর ও ক্ষেতের ফসল সহ প্রচুর ক্ষতি হয়। এলাকাবাসীদের বুদ্ধিমত্তার কারণে এবং হাতি তাড়ানোর কাজে নিযুক্ত ভলান্টিয়ারদের সহযোগিতার কারণে গ্রামের কোনো মানুষ আঘাত প্রাপ্ত হয় নি।

ঘটনার খবর পেয়ে, রাতেই তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা এলাকায় ছুটে যায়। শনিবার বনদপ্তরের একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যান। ক্ষয়ক্ষতির পরিমাণ সরোজমিনে প্রত্যক্ষ করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে হাতি প্রবণ এলাকা গুলিতে হাতির তাণ্ডব থেকে পরিত্রান পেতে তেলিয়ামুড়া বনদপ্তর যেন প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে সেই দাবি জানিয়েছেন এলাকার জনগণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?