স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৬ জুলাই।। সোনামুড়া মহকুমার কলমচৌরা থানাধীন রহিমপুর এলাকায় শ্বশুরের হাতে মার খেল মেয়ের জামাই। ঘটনা বৃহস্পতিবার রাতের দিকে। ঘরজামাই নিজাম উদ্দীনের (৪৩) ডান হাত ভেঙ্গে দিয়েছে তার শ্বশুর। ঘটনার সূত্রপাত চা খাওয়াকে কেন্দ্র করে।
নিজাম উদ্দীন ও তার স্ত্রীর মধ্যে এনিয়ে অন্দ্ব শুরু হয়। এক সময় নিজাম উদ্দীন স্ত্রীর উপর আঘাত করে। নিজের সামনে মেয়ের উপর নির্যাতন মেনে নিতে পারেনি তার শ্বশুর নুরুল ইসলাম। উত্তেজনা বসে আঘাত করে মেয়ের জামাইয়ের উপর।
পেশায় দিনমজুর জামাই নিজাম উদ্দীন ক্ষোভে দুঃখে ও যন্ত্রণায় কাতর হয়ে রাতেই শ্বশুর বাড়ী থেকে বের হয়ে আসে। শুক্রবার সকাল নাগাদ হেঁটে চলে আসে বিশালগড় হাসপাতালে।
এখানেই তার হাত ভাঙ্গার কথা টের পাওয়া যায়। পরে বিশালগড় থানার মাধ্যমে শশুর নুরুল ইসলামের নামে কলমচৌরা থানায় অভিযোগ দায়ের করে নিজাম।