স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জুলাই৷৷ সারাদেশে করোনা পরিস্থিতির মধ্যেও পেট্রোপণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে৷ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের নাভিশ্বাস উঠে গেছে৷ সারা দেশের সাথে রাজ্যও বিরোধীরা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখে কাজের কাজ কিছুই হচ্ছে না৷
প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য৷ পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য৷
সরকার এ বিষয়ে সম্পূর্ণভাবে নিরব৷ বিরোধীরা আন্দোলন বিক্ষোভ কর্মসূচি চালিয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছে যে পেট্রোপণ্যের মূল্যের উপর থেকে কর হ্রাস করা৷ কারন মানুষ কাজ খাদ্যের অভাবে ভুগছে৷
আর এই মুহূর্তে সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করে সারাদেশে বাহাবা দেখাচ্ছে৷ এমন কি রাজ্যের ডবল ইঞ্জিনের সরকারও৷ সরকারের বিরোধিতা করে বৃহস্পতিবার শহরে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস৷ এদিন কংগ্রেস ভবন থেকে যুব কংগ্রেসের কর্মীরা বাইসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়৷
যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস জানান পেট্রোল- ডিজেল, রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে৷ এই অবস্থায় জাতীয় যুব কংগ্রেস সভাপতির শ্রীনিবাস নির্দেশ ক্রমে রাজ্যের প্রতিটি জেলাতে প্রতীবাদ স্বরূপ বাই সাইকেল রেলির আয়োজন করা হচ্ছে৷
কিন্তু এই কর্মসূচীতে বাধা দিচ্ছে পুলিশ৷ গ্রেপ্তার করেছে কর্মীদের৷ তারা চায়না সাধারণ মানুষের কণ্ঠ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পৌছাক৷ কিন্তু যুব পুলিশকর্মীরা মানুষের স্বার্থে আন্দোলন আগামী দিন পরে যাবে৷ সে আন্দোলন রুখার ক্ষমতা কারো নেই৷
আগামী দিনেও এই প্রতীবাদ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি৷ এদিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায় এদিন৷