স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৫ জুলাই।। সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের কোরবানি ঈদকে কেন্দ্র করে বৃহস্পতিবার উদয়পুর জামজুরি গরু বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কোরবানি ঈদ।
ঈদে পশুবলি দেওয়া মুসলিমদের অন্যতম ধর্ম। সে কারণেই পশু বাজারগুলিতে কোরবানি ঈদকে কেন্দ্র করে বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের ব্যাপক সমাগম পরিলক্ষিত হচ্ছে। গোমতী জেলার উদয়পুরের কাকড়াবনের জামজুড়ি বাজারে বৃহস্পতিবার ব্যাপক সংখ্যক গরু ক্রয় বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়। হাতে মাত্র আর দু দিন বাকি কোরবানি ঈদ।
ঈদ উপলক্ষে জামজুড়ি গরু বাজারে ব্যাপক সংখ্যায় গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে।মুসলিম ধর্ম প্রাণ ভাইদের একটি অন্যতম উৎসব হলো ঈদুল আযহা। প্রায় প্রতিটি পরিবারের লোকজন গরু ছাগল উট দুম্বা ভেড়া ইত্যাদি কুরবানী করে থাকেন।
সে উদ্দেশ্যেই বাজারগুলিতে মুসলিম ধর্মাবলম্বীদের ভিড় লক্ষ করা গেছে। কোরবানি ঈদকে কেন্দ্র করে জামজুড়ি গরু বাজারে যেভাবে ভিড় পরিলক্ষিত হয়েছে তাতে করোণা বিধি মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। সবকিছু দেখেশুনেও পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেননি বলে স্থানীয় জনগণের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।