অনলাইন ডেস্ক, ১৫ জুলাই।। ফ্রি ট্রান্সফারে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি জায়ান্টদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি।
গত মৌসুম শেষে এই ২২ বছর বয়সী গোলরক্ষকের প্যারিসে যাওয়ার কথা আগে থেকে হচ্ছিল। ৫৩ বছর পর ইতালিকে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতিয়ে পিএসজির সঙ্গে চুক্তি সম্পন্ন করলেন দোন্নারুম্মা।
গত রবিবার ওয়েম্বলিতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে দুটি সেভ করেন তিনি। আজ্জুরিদের শিরোপা জেতানোর পাশাপাশি আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে দোন্নারুম্মার হাতে।
গত মৌসুম শেষে এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয় তার। সপ্তাহ আগে সান সিরো ছাড়ার ঘোষণা দেন তিনি। পিএসজির সঙ্গে চুক্তির পর উচ্ছ্বস্তি দোন্নারুম্মা, ‘এমন এক সেরা ক্লাবের অংশ হতে পেরে আমি খুব আনন্দিত। আমি নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং এখানেই নিজের সেরাটা মেলে ধরতে চাই।’
ইতালির হয়ে ৩৩ ম্যাচ খেলেছেন দোন্নারুম্মা। আজ্জুরিদের প্রধান কোচ রবার্তো মানচিনির প্রথম পছন্দের গোলরক্ষক তিনি।সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫১ ম্যাচে মিলানের গোলপোস্ট সামলেছেন দোন্নারুম্মা। মাত্র ১৬ বছর বয়সে রোজোনেরিদের জার্সিতে সিরি’আ লিগে অভিষেক হয় তার।