অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাধিক কীর্তি গড়ে সেঞ্চুরি উপহার দিলেন বাবর আজম।বার্মিংহামে মঙ্গলবার ১৩৯ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন পাকিস্তান অধিনায়ক। ১৪টি চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস।
চলতি ইংল্যান্ড সফরের প্রথম দুই ম্যাচে ব্যর্থ ছিলেন বাবর। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে করেন ১৯ রান। তার দলও হারে ওই দুই ম্যাচে। খোয়া যায় সিরিজ।
এদিন বাবরের দাপুটে ব্যাটিংয়ে আগে ব্যাট করা পাকিস্তান ৯ উইকেটে ৩৩১ রানের পুঁজি গড়ে। তবে জেমস ভিন্সের সেঞ্চুরিতে ১২ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংলিশরা। ফলে ৩-০ তে হোয়াইটওয়াশ হতে হয় পাকিস্তানকে। তবে বাবরের ইনিংসের প্রশংসা করতেই হবে।
ক্যারিয়ার সেরা ইনিংসে যেসব কীর্তি গড়েছেন বাবর-১) ইনিংসের নিরিখে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪টি সেঞ্চুরি বাবরের। তিনি ৮১তম ইনিংসে ১৪ নম্বর ওয়ানডে সেঞ্চুরি করলেন। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ৮২টি ইনিংসে ১৪তম শতরান করেন। ছেলেদের ক্রিকেটে হাশিম আমলা ৮৪ ইনিংসে ১৪টি সেঞ্চুরি করেছিলেন।
২) ওয়ানডে ক্রিকেটে বাবর আজমের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে তার সর্বোচ্চ ব্যক্তগত ইনিংস ছিল অপরাজিত ১২৫ রানের।৩) ইংল্যান্ডের বিপক্ষে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
৪) একদিনের ক্রিকেটে পাকিস্তানের কোনো অধিনায়কের খেলা এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ৫) ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটাই কোনো অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।