Yashpal Sharma no more : ভারতের হয়ে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান যশপাল শর্মা আর নেই

অনলাইন ডেস্ক, ১৩ জুন।। ভারতের হয়ে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের ব্যাটসম্যান যশপাল শর্মা আর নেই। মঙ্গলবার (১৩ জুলাই) ৬৬ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভারতের জার্সিতে ১৯৭৮ থেকে ১৯৮৫ সালের মধ্যে ৩৭টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেছেন যশপাল। মিডল-অর্ডারে দলের অন্যতম ভরসা ছিলেন তিনি।

শিয়ালকোটে ১৯৭৮ সালে তার ওয়ানডে অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে। পরের বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামেন যশপাল। সিরিজের চার টেস্টের মধ্যে তিনটিতে খেলেন তিনি।

এর পরের বছর দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পান প্রথম টেস্ট সেঞ্চুরি। একই সিরিজে কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৮৫ রান। টেস্টে যশপালের পরের সেঞ্চুরিটি আসে দুই বছর পর।

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে করেন ১৪০ রান। সেই টেস্টে গুন্ডাপা বিশ্বনাথের সঙ্গে ৩১৬ রানের জুটিতে সারা দিন ব্যাট করারও রেকর্ড গড়েন তিনি। ১৯৮৩ বিশ্বকাপে হয়ে মিডল-অর্ডারে ব্যাট করেন যশপাল।

ওল্ড ট্রাফোর্ডে দুইবারের বিশ্বকাপজয়ী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসরে ভারতের প্রথম ম্যাচে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি।

ম্যানচেস্টারে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলেন দলের সর্বোচ্চ ৬১ রানের ইনিংস। তার এই ইনিংসে ভর করে ফাইনাল নিশ্চিত করে ভারত।

সব আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে যশপালের রান ২৪৮৯। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ সেঞ্চুরি ও ৪৪.৮৮ গড়ে ৮৯৩৩ রান করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাব, হরিয়ানা ও রেলওয়ের প্রতিনিধিত্ব করেন যশপাল।

অবসরের পরে, যশপাল জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী রেনু শর্মা, দুই কন্যা পূজা-প্রীতি এবং একমাত্র ছেলে চিরাগ শর্মাকে নিয়ে বাস করতেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?