She Ran & Jumped : স্বামীর দেখা পেতেই দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েন তার বুকে, তৈরি হয় এক রোমান্টিক মুহূর্ত

অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। সপ্তাহের শেষটা দুর্দান্ত রূপে হাজির লিওনেল মেসির জন্য। দেশের হয়ে প্রথম মেজর টুর্নামেন্টের শিরোপা জিতে ফিরলেন পরিবারের কাছে। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো তো মেসিকে বরণ করতে ছুটে যান বিমানবন্দরে। স্বামীর দেখা পেতেই দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েন তার বুকে। তৈরি হয় এক রোমান্টিক মুহূর্ত। যার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

১৯৯৩ সালের পর এই প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা পেল আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের এই সাফল্যের নায়ক মেসি। ক্লাব ক্যারিয়ারে যার অনেক অর্জন থাকলেও এত দিন দেশের হয়ে কোনো ট্রফি ছিল না।

শিরোপা জয় করে রবিবার ব্রাজিল থেকে দেশে ফিরে আর্জেন্টিনা দল। বুয়েনস এইরেসে সতীর্থদের সঙ্গে সময় কাটিয়ে মেসি উড়ে যান নিজ শহর রোজারিওতে। যেখানে মেসি বিমান থেকে নামার পরই স্ত্রী রোকুজ্জো তাকে অভিনন্দন জানান। আনন্দে জড়িয়ে ধরেন স্বামীকে।

ব্রাজিলের বিপক্ষে ফাইনালের পর পরই অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পোস্ট করেন রোকুজ্জো।স্ত্রীর সঙ্গে পুনরায় মিলিত হওয়ার পর বিমানবন্দরে উপস্থিত ভক্তদের অটোগ্রাফ দেন মেসি। মেসির শৈশবের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো। ২০১৭ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই জুটির তিন ছেলে- থিয়াগো, মাতেও এবং চিরো।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?