অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। ইংল্যান্ডের ‘দ্বিতীয় সারি’র দলের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে ৯ উইকেটের হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ৫২ রানে হার মানে বাবর আজমরা। সুবাদে সিরিজ নিশ্চিত হয় স্বাগতিক ইংল্যান্ডের।
ইংলিশদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে পাকিস্তানের এই হার কিছুতেই মানতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। শোয়েব আখতার তো ইংল্যান্ডের দলের সঙ্গে পাকিস্তানের দলের তুলনা টেনে বলেছেন, ‘আপনি ইংল্যান্ডের অ্যাকাডেমি দলের কাছে হেরে গেছেন।’
বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকেও একহাত নেন পাকিস্তানের সাবেক এই তারকা পেস বোলার। শোয়েব আখতার বলেন, ‘শাহিন আফ্রিদি উইকেট নেওয়ার চেয়ে বেশি উড়ন্ত চুম্বন পছন্দ করেন।
কমপক্ষে পাঁচ উইকেট নিন বা এই আলিঙ্গন এবং উড়ন্ত চুম্বনের আগে ব্যাটিং লাইনআপের মাধ্যমে রান করুন। মাত্র একটি উইকেট নেওয়ার পর করে কী লাভ।’দুই ম্যাচেই একটি করে উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী শাহিন আফ্রিদি।
উল্লেখ্য, সিরিজ শুরুর মাত্র দুদিন আগে বড় ধাক্কা খায় ইংলিশরা। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলে মোট ৭ জন করোনা আক্রান্ত হলে পুরো দলকে আইসোলেশনে পাঠানো হয়। সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন দল সাজানো হয়।