অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। মারাকানায় ব্রাজিলের রাজত্ব চূর্ণ করে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই শিরোপা পূর্বসূরি ডিয়েগো ম্যারাডোনাকে আলাদাভাবে উৎসর্গ করেছেন লিওনেল মেসি। অন্য সবার মতো মেসির হাতে একটি জাতীয় দলের শিরোপা বহু কাঙ্ক্ষিত ছিল ম্যারাডোনার। কিন্তু তা দেখে যেতে পারেননি গত বছর না ফেরার দেশে পাড়ি দেওয়া এই কিংবদন্তি।
কোপা জয়ের পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ‘আমি এই সাফল্য আমার পরিবারকে উৎসর্গ করতে চাই, যারা আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। উৎসর্গ করতে চাই আমার ভালোবাসার বন্ধুদের, যারা আমাদের সমর্থন করেছেন। বিশেষ করে ৪৫ মিলিয়ন আর্জেন্টাইনকে, যারা এই ভাইরাসের কঠিন সময় অতিবাহিত করছেন।’
এরপরই কোপা জয়ের জন্য ম্যারাডোনাকে শিরোপা উৎসর্গ করতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আলাদা করে তাদের, যারা সামনে থেকে কাজ করছেন। এটা আপনাদের সবার জন্য এবং অবশ্যই ডিয়েগোর (ম্যারাডোনা) জন্যও, যিনি কিনা যেখানেই আছেন, সেখান থেকে অবশ্যই আমাদের সমর্থন করেছেন।’
মেসিকে মনে করা হয় ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি। ম্যারাডোনাও যে মেসিকে ভীষণ স্নেহ করতেন তা সবাই জানতেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তির কোচিংয়ে খেলেছিলেন এলএম টেন। ২০১০ বিশ্বকাপে ম্যারাডোনার কোচিংয়েই খেলেছিলেন মেসি।