অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে এক খুদে সমর্থককে নিজের র্যাকেট দিয়ে দিয়েছেন নোভাক জকোভিচ। এর আগে ফরাসী ওপেন জেতার পরও স্টেডিয়ামে খেলা দেখতে আসা আরেক খুদে অনুরাগীর হাতে নিজের র্যাকেট তুলে দিয়েছিলেন তিনি।
উইম্বলডনের ফাইনালে মাত্তেয়া বেরেত্তিনির বিপক্ষে জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান তখন শেষ হয়েছে। ছবি তোলার জন্য ক্যামেরার দিকে মুখ করে দাঁড়ান জকোভিচ। সেই সময় ভিড়ের মধ্যে থেকে এক খুদে সমর্থককে তার পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। সব ছেড়ে হঠাৎ নিজের ব্যাগের দিকে দৌড়ে যান জকোভিচ। ব্যাগ থেকে র্যাকেট বের করে খুদে সমর্থককে দিয়ে দেন তিনি।
২০তম গ্রান্ডস্ল্যাম জিতে রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেছেন জকোভিচ। সাধারণত এই ধরনের কীর্তি গড়ার পর র্যাকেট, জার্সি সবটাই নিজেদের সংগ্রহে রেখে দিতে চান টেনিস তারকারা। কিন্তু জকোভিচ একেবারেই আলাদা।