অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য ফাইজারের তৃতীয় ডোজের প্রস্তাব দিচ্ছে ইসরায়েল। আগস্ট থেকে এই কার্যক্রম শুরু হবে।
ইসরায়েলের কর্মকর্তাদের উদ্ধৃত করে রবিবার রয়টার্স জানিয়েছে, সবাইকে তৃতীয় ডোজের অফার করা হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।
ফাইজ়ার গত সপ্তাহে জানায়, তারা খুব দ্রুত তৃতীয় ডোজ প্রয়োগের ট্রায়াল রিপোর্ট জমা দিতে যাচ্ছে। এর পরেই তারা ছাড়পত্রের আবেদন জানাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছে।
ইসরায়েল বলছে, প্রবীণ ও শারীরিক অসুস্থতায় দুর্বল ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগস্ট মাস থেকেই তা শুরু হবে।
রয়টার্স লিখেছে, ইসরায়েলে ডেল্টা সংক্রমণ শুরু হয়েছে। অথচ কয়েক মাস আগে করোনার প্রকোপ একেবারে কমে গিয়েছিল এই দেশে।
সেখানে এখন এক দিনে গড় সংক্রমণ কমপক্ষে ৪৫০। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি হাসপাতালে ৪৬ জন করোনা রোগীর অবস্থা গুরুতর। তাদের মধ্যে অর্ধেকেরই দুই ডোজ নেয়া ছিল।
কভিড রেসপন্স গ্রুপের কোঅরডিনেটর নাশম্যান অ্যাশ জানান, এদের বেশির ভাগই ষাটোর্ধ। তা ছাড়া অন্যান্য অসুস্থতা রয়েছে।
এমন পরিস্থিতিতে তৃতীয় ডোজের পাশাপাশি কিশোর-কিশোরীদের টিকাদান দ্রুত গতিতে সারতে চাইছে তারা। সেই সঙ্গে ফাইজারের থেকে আরও টিকা কেনার চুক্তিও করে ফেলছে দেশটি।