অনলাইন ডেস্ক, ১১ জুলাই।। এমন একটি দিনের অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা। আরেকবার প্রধান কোনো টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখা।অবশেষে সেই অবসান ঘুচল লা আলবিসেলেস্তেদের। কোচ লিওনেল স্কালোনির অধীনে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মারাকানার ফাইনালে আনহেল দি মারিয়ার গোলে স্বাগতিক ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ে মেতে ওঠে তারা।
দীর্ঘ ২৮ বছর পর প্রধান কোনো টুর্নামেন্ট তো বটে, লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল আর্জেন্টিনা। দি মারিয়া ফাইনালের নায়ক হলেও পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। জিতেছেন আসরের সেরা খেলোয়াড় ও শীর্ষ গোলদাতার পুরস্কার।
ক্যারিয়ারের সায়াহ্নে এসে দেশের জার্সিতে প্রথমবার কোনো প্রধান টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেলেb মেসি। এমন এক আনন্দের দিনে ম্যাচ শেষে মোবাইল নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে দেখা যায় ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে।
এরপর নিজের অফিসিয়াল ফেসবুকে কোপার ট্রফি হাতে এক ছবি পোস্ট করে মেসি লেখেন, ‘কী সুন্দর পাগলামি!!! এটা বিস্ময়কর, ধন্যবাদ ঈশ্বর!!! আমরা চ্যাম্পিয়ন!!!’