Face to Face : দুই দশক পর মুখোমুখি হতে চলেছেন, একজন পুলিশ তো আরেকজন গ্যাংস্টার

অনলাইন ডেস্ক, ১০ জুলাই।। ২০০২ সালের কথা। ‘না তুম জানো না হাম’ ছবিতে মুখোমুখি হয়েছিলেন সাইফ আলী খান ও হৃতিক রোশন। দুজনেই চাইছিলেন এষা দেওলকে। কিন্তু রোমান্টিক ছবিটি ততটা চলেনি। এরপর আর পর্দা ভাগাভাগি করেননি দুই অভিনেতা।

এবার দুই দশক পর মুখোমুখি হতে চলেছেন তারা। একজন পুলিশ তো আরেকজন গ্যাংস্টার। অনেক দিন ধরে তামিল ‘বিক্রম ভেদা’র হিন্দি রিমেকে সাইফ-হৃতিকের অভিনয় নিয়ে গুঞ্জন রয়েছে। পাকা খবর হলো, সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।

শনিবার বলিউডে বাণিজ্য বিশ্লেষক টুইটারে আনুষ্ঠানিক ঘোষণাটি শেয়ার করেন। আর মাধবন ও বিজয় সেতুপতি অভিনীত মূল ছবির দায়িত্বে ছিলেন পরিচালক জুটি পুষ্কর-গায়েত্রী। এবারও পরিচালনা করবেন তারা। থ্রিলার ঘরানার ‘বিক্রম ভেদা’ লোকগাথা ‘বেতাল পঞ্চবিংশতি’র অনুপ্রেরণায় তৈরি হয়েছে।

ছবিতে দেখা যাবে, পুলিশ ইন্সপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হলো গ্যাংস্টার ভেদাকে হত্যা করা। কিন্তু শুভ-অশুভের লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর গ্যাংস্টার ভেদা পালটে দেয় বিক্রমের দৃষ্টিভঙ্গি।

ছবিতে গ্যাংস্টারের চরিত্রে থাকবেন হৃতিক, আর সাইফ হবেন পুলিশ অফিসার। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।

প্রথমে শোনা গিয়েছিল গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন আমির খান। তখন অভিনেতার চীনা ভক্তদের মাথায় রেখে চিত্রনাট্যের পরিকল্পনা করা হয় হংকং-এর আন্ডারওয়ার্ল্ড ঘিরে।

কিন্তু চীন-ভারতের সাম্প্রতিক উত্তেজনার কারণে চিত্রনাট্য এখন ভারত কেন্দ্রিক। তাই সরে আসেন আমির খান। বর্তমানে হৃতিকের হাতে আছে বিগ বাজেটের ‘ফাইটার’, যা হতে চলেছে বলিউডের প্রথম এরিয়াল-অ্যাকশন ছবি।

এতে প্রথমবারের মতো তিনি জুটি হবেন দীপিকা পাড়ুকোনের বিপরীতে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় সাইফের ‘ভূত-পুলিশ’। এ ছাড়া প্রভাসের ‘আদিপুরুষ’ ছবিতে রাবণ চরিত্রে অভিনয় করবেন তিনি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?