স্টাফ রিপোর্টার আগরতলা/ বিশালগড়, ১০ জুলাই।। উইকেন্ড কার্ফু শুরু হওয়ার প্রাক মুহুর্তে শনিবার রাজধানী আগরতলা শহর ও বিশালগড় এর কাছে গোকুলনগরে পৃথক দুটি যান দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। আহতরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংবাদ সূত্রে জানা গেছে শনিবার দুপুর ১২ টা থেকে রাজ্যে সর্বত্র উইকেন্ড কারফিউ জারি করা হয়। প্রসঙ্গত উইকেন্ড কারফিউ শুরু হওয়ার আগ মুহূর্তে প্রত্যেক যানবাহন চালকদের মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছিল।
দ্রুতবেগে নির্ধারিত গন্তব্যে পৌঁছার তাগিদে রাজধানী আগরতলা শহরের রামনগর এলাকায় একটি বাইক বিপরীত দিক থেকে আসা অপর একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তাতে দুটি বাইকের চালক আহত হয়েছেন। জানা গিয়েছে একটি বাইকের চালক অনলাইন ফুড ডেলিভারি সংস্থার কর্মী এবং অপরজন সাধারণ নাগরিক।
উল্লেখ করা যায় ফুড ডেলিভারি সংস্থার যারা ডেলিভারি বয় রয়েছেন তারা প্রতিনিয়ত দ্রুতবেগে বাইক ও অন্যান্য যানবাহন চালিয়ে যাচ্ছেন, তাতে করে দুর্ঘটনা ঘটে যায়।
এদিকে বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগরে মালবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। তাতে ট্রাকের চালক অল্পবিস্তর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে বিশালগড় থানার পুলিশ এবং ব্যাপারে একটি মামলা নিয়েছে।