অনলাইন ডেস্ক, ১০ জুলাই।। কানাডার ডেনিস শাপোভালোভের কঠিন চ্যালেঞ্জ জিতে উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ।
সার্বিয়ান তারকা রবিবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবেন ইতালির মাত্তেও বেরেত্তিনির।
২২ বছর বয়সী শাপোভালোভের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে জোকোভিচকে। বড় পরীক্ষা দিয়ে এক নম্বর বাছাই ৭-৬ (৭-৩), ৭-৫ ও ৭-৫ গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন।
এর আগে পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭) ও ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালের টিকিট কাটেন বেরেত্তিনি। সেই সঙ্গে গড়েছেন এক ইতিহাসও।
৪৫ বছরের মধ্যে প্রথম ইতালিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল উঠলেন এই সপ্তম বাছাই। ১৯৭৬ সালে শেষ ইতালিয়ান হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছিলেন আদ্রিয়ানো পানাত্তা।