অনলাইন ডেস্ক, ৯ জুলাই।। প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন মাত্তেও বেরেত্তিনি। সেমিফাইনালে ১৪তম বাছাই পোল্যান্ডের হুবার্ট হুরকাজের বিপক্ষে দাপুটে জয় পেয়েছেন এই ইতালিয়ান তারকা।সপ্তম বাছাই ও কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ী বেরেত্তিনি জিতেছেন ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭) ও ৬-৪ গেমে।
পুরুষ এককে ৪৫ বছরের মধ্যে এবারই প্রথম কোনো ইতালিয়ানকে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে দেখা যাবে। ১৯৭৬ সালে শেষ ইতালিয়ান হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছিলেন আদ্রিয়ানো পানাত্তা।বেরেত্তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন দুই সেমিফাইনালিস্ট নোভাক জোকোভিচ বা ডেনিস শাপোভালোভকে।
ইতিহাস গড়ে ২৫ বছর বয়সী তারকা বলেন, ‘সত্যি, ভাষা প্রকাশের জন্য আমার কোনো শব্দ নেই। কী ঘটেছে তা বোঝার জন্য আমার কয়েক ঘণ্টা দরকার। আমি মনে করি, আমি এটা কখনো স্বপ্নে দেখিনি। কারণ স্বপ্নের জন্য এটা বিশাল কিছু ছিল।’
এদিকে রবিবার দিবাগত রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বেরাত্তিনির দেশ ইতালি। একইদিনে লন্ডনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নে কোর্টে নামবেন বেরেত্তিনি।