অনলাইন ডেস্ক, ৯ জুলাই।। উইম্বলডনের নারী এককের ফাইনালে শনিবার নম্বর ওয়ান অ্যাশলে বার্টি খেলবেন ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে।
বৃহস্পতিবার সেন্টার কোর্টে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ান তারকা বার্টি ৬-৩, ৭-৬ গেমে হারিয়েছেন ২০১৮ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে।
দ্বিতীয় সেমিফাইনালে ক্যারোলিনা প্লিসকোভার ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে এরাইনা সাবালেনকাকে হারিয়েছেন। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন জেতা বার্টি প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন।
এদিন ফাইনালে ওঠার মধ্য দিয়েই ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটান বার্টি। দেশটির সাবেক টেনিস তারকা ইভন গুলাগং কলি তার দুই উইম্বলডন শিরোপার শেষটি জিতেছিলেন ১৯৮০ সালে। এরপর প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন বার্টি।
স্বপ্নপূরণের পর বার্টি বলেছেন, ‘অসাধারণ অভিজ্ঞতা। আমি জীবনে যত ম্যাচ খেলেছি তার মধ্যে এটাই সেরা।
প্রথম বল থেকেই আমি থ্রিল উপভোগ করছিলাম। আমি আমার টিম এবং নিজেকে নিয়ে গর্বিত। উত্থান-পতনের ভেতর দিয়ে এটা দারুণ এক পরিভ্রমণ। ’
সেই পরিভ্রমণ ফাইনাল জেতার আগে যে শেষ হচ্ছে না সেটাও জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান।