অনলাইন ডেস্ক, ৯ জুলাই।। প্যারিসে থাকা ভারত সরকারের ২০টি সম্পত্তি ব্রিটেনের কেয়ার্ন এনার্জির দখলে যাচ্ছে। ফ্রান্সের আদালত কোম্পানিটিকে ওই সম্পত্তি জব্দের অধিকার দিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, কোম্পানিটি যেসব সম্পত্তি জব্দের অধিকার পেয়েছে, তার মধ্যে বেশিরভাগই ফ্ল্যাট। প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত ফ্ল্যাটগুলো ভারত সরকারের বিভিন্ন কাজে ব্যবহৃত হতো।
আদালত যে ২০টি সম্পত্তি জব্দের অধিকার কেয়ার্নকে দিয়েছে, তার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ ডলার।
১১ জুন ফ্রান্সের একটি ট্রাইব্যুনাল প্যারিসের ওই আবাসিক স্থাপনাগুলো জব্দে কেয়ার্নের আবেদনের পক্ষে রায় দেয়। বুধবার এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষ হয় বলে জানিয়েছে এনডিটিভি।
তবে ভারতের অর্থ মন্ত্রণালয় বলছে, কোনো ফরাসী আদালতের কাছ থেকে এধরণের নির্দেশ তারা পায়নি।
কেয়ার্ন এনার্জি বলছে, গত বছর ডিসেম্বরে দ্যা হেগ-এর আন্তর্জাতিক সালিশি আদালত সর্বসম্মতভাবে তাদের পক্ষেই রায় দিয়ে বলেছিল যে ভারত সরকারকে বকেয়া ১৭০ কোটি ডলার ফিরিয়ে দিতে হবে। সঙ্গে দিতে হবে সুদ।
ওই রায় তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের আদালতে কার্যকর করার আবেদন করেছিল।
ফ্রান্সের আদালতটি প্যারিসে ভারতীয় সম্পত্তিগুলি দখল নেয়ার নির্দেশ কার্যকরী করতে অনুমোদন দেয় কেয়ার্নকে। তারপরেই ২০টি ভারতীয় সম্পত্তির দখল নিয়েছে বলে কেয়ার্ন বিবিসিকে জানিয়েছে।
কেয়ার্ন এনার্জির ডিরেক্টর, গ্রুপ কর্পোরেট অ্যাফেয়ার্স ডেভিড নিসবেট বিবিসিকে ব্যাখ্যা করছিলেন, সালিশি আদালতের রায়ের পরে সাড়ে ছ’মাস কেটে গেলেও ভারত বকেয়া না মেটানোর ফলেই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।