অনলাইন ডেস্ক, ৯ জুলাই।। বিদেশিদের নিয়ে গঠিত একটি হিট স্কোয়াডের সদস্যরা চলতি সপ্তাহে হাইতির প্রেসিডেন্টকে খুন করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ওই দলের অধিকাংশ সদস্য কলম্বিয়ার সাবেক সেনা।
হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস জানিয়েছেন, গ্রুপটিতে ২৬ জন কলম্বিয়ান এবং আমেরিকান আছে। তারা সবাই হাইতিয়ান বংশোদ্ভূত।
দুই আমেরিকানসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটজনকে ধরতে অভিযান চলছে। বাকি তিনজন রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।
গত বুধবার সকালের দিকে বন্দুকধারীরা প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে হামলা চালায়।
হামলায় প্রেসিডেন্টের স্ত্রী মার্টিনে আহত হন। তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেয়া হয়েছে। সেখানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
ঠিক কী কারণে তার ওপর হামলা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর ধারণা, প্রেসিডেন্ট দেশের কিছু ব্যবস্থায় পরিবর্তন আনতে চেয়ে প্রাণ হারালেন।
বৃহস্পতিবার পুলিশ কয়েক জন সন্দেহভাজনকে অস্ত্রসহ গণমাধ্যমের সামনে হাজির করে।
পুলিশ বিবৃতিতে বলেছে, ‘বিদেশিরা আমাদের দেশে ঢুকে প্রেসিডেন্টকে হত্যা করেছে। আমরা তদন্ত আরও দ্রুত গতিতে চালিয়ে যাব। ’