Jamal Al Sayer is in Trouble : কুয়েতের আমিরের সমালোচনা করে বিপাকে পড়েছেন দেশটির কবি জামাল আল সায়ের

অনলাইন ডেস্ক, 8 জুলাই।। কুয়েতের আমিরের সমালোচনা করে বিপাকে পড়েছেন দেশটির কবি জামাল আল সায়ের। তাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার কবি জামাল আল সায়েরের পরিবার এ কথা নিশ্চিত করার পর থেকে কুয়েতের মানবাধিকার কর্মী ও নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এই পদক্ষেপ সরকারের স্বৈরাচারী আচরণের লক্ষণ।

সরকারের দুর্নীতি বিষয়ে বেশ কয়েক দিন ধরেই টুইটারে নানা ধরনের কবিতা পোস্ট করছিলেন জামাল। সরাসরি দেশের আমিরেরও নিন্দা করেন তিনি। বলেন যে, কুয়েতের ‘অসহনীয়’ অবস্থার জন্য আমির দায়ী ও তার সরকার ‘সংবিধানের অবমাননা’ করেছে।

কুয়েতের রাজনীতিতে গণ আন্দোলন ও সমালোচনার সংস্কৃতি থাকলেও আমিরের নিন্দা বা অসম্মানকে কড়া নজরে দেখা হয়। সংবিধান অনুযায়ী কুয়েতের সংসদ সদস্যদের সরকার ও তার মন্ত্রীদের প্রশ্ন করার অধিকার থাকলেও দেশটির আমির, শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ এর অবস্থান এসব কিছুর ওপরে।

সোমবারে গ্রেপ্তার হবার পর থেকে কবি আল সায়ের রাষ্ট্রের হেফাজতে রয়েছেন ও আদালতে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ওঠার অপেক্ষা করছেন বলে জানান কবির পরিবারের সদস্য মুহান্নাদ আল সায়ের। কবির বিরুদ্ধে মানহানির দুটি ধারায় মামলা দায়ের করেছে কুয়েত কর্তৃপক্ষ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?