Bahubali in Web Series : বড়পর্দা নয়, এবার ওয়েব সিরিজে বাহুবলীকে দেখতে পারবেন দর্শকরা

অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। ২০১৫ সালে মুক্তি পায় ‘বাহুবলী’। এর সিক্যুয়েল মুক্তি পায় ২০১৭-তে। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিটি ভারতীয় সিনেমার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিলো। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিলো প্রভাস অভিনীত ছবিটি।

সেই জনপ্রিয়তার কারণেই ফের আসছে বাহুবলী। তবে বড়পর্দা নয়, এবার ওয়েব সিরিজে বাহুবলীকে দেখতে পারবেন দর্শকরা। রিভু দাশগুপ্ত পরিচালিত এই সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পরিচালক বিশেষ কৃষ্ণমূর্তিই প্রথমে দায়িত্ব পেয়েছিলেন বাহুবলী ওয়েব সিরিজ তৈরি করার।

তবে একেবারে লাস্ট মিনিটেই নাকি এই প্রোজেক্ট থেকে সরে আসেন বিশেষ। আর সেই সুযোগেই সিরিজের দায়িত্বভার কাঁধে নিয়ে নেন দুই পরিচালক রিভু দাশগুপ্ত ও কুণাল দেশমুখ।

জানা গেছে, বাহুবলী সিরিজটি নিয়ে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন এই দুই পরিচালক। এগোচ্ছে চিত্রনাট্যের কাজও। সব ঠিকঠাক চললে, শিগগিরেই শুরু হয়ে যাবে এই সিরিজের শুটিং।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?