অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। রজার ফেদেরারের নবম উইম্বলডন খেতাব জয়ের স্বপ্ন চুরমার করে দিলেন পোল্যান্ডের ২৪ বছরের হুবার্ট হুরকাজ।
বুধবার আসরের কোয়ার্টার ফাইনালে হুবার্ট ১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ফেদেরারকে হারালেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-০ সেটে। নিঃসন্দেহে হুবার্টের কাছে স্মরণীয় হয়ে থাকবে এ দিনটি।
২০১৭ সালে শেষবার উইম্বলডন জেতা ফেদেরার এদিন প্রথম থেকেই হুবার্টের কাছে পিছিয়ে ছিলেন। হুবার্টের দুরন্ত ফোরহ্যান্ডের কোনো জবাব ছিল না তার। প্রথম সেটে শুরুটা ভালো করেও সেট হারেন ফেদেরার।
দ্বিতীয় সেটে তুলনায় লড়াই হয়েছে। ফেদেরারকে সমানে-সমানে টক্কর দিয়ে যান হুবার্ট। খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু তৃতীয় সেটে ফেদেরারকে দাঁড়াতে দেননি হুবার্ট। হারিয়ে দেন ৬-০ গেমে।
উইম্বলডনে ভালো কিছু করার লক্ষ্যেই ফরাসি ওপেন খেলেননি ফেদেরার। নাম তুলে নিয়েছিলেন। কিন্তু সেখানেও শেষ চারে পৌঁছতে পারলেন না। তার আগেই থেমে গেল দৌড়।
ঘাসের কোর্ট ফেদেরারের সবচেয়ে পছন্দের। সেখানে ফেদেরার একটি সেটে একটা গেমও পেলেন না, এটা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি ফেদেরার-সমর্থকরা।
কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখালেন হুবার্ট হুড়কাজ। শেষ ষোলোয় ড্যানিল মেদভেদেভকে হারানোর পর নিজের আদর্শ ফেদেরারকেও বাড়ি ফেরালেন তিনি।