অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরুর আর মাত্র দুই দিন বাকি। তার আগে বড় দুশ্চিন্তায় পড়ে গেছে ইংলিশরা।
ইংল্যান্ডের তিন ক্রিকেটার ও চার সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। স্কোয়াডের বাকি সদস্যদের এখন বাধ্যতামূলকভাবে আইসোলেশনে পাঠানো হচ্ছে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ব্রিস্টলে খেলোয়াড় ও স্টাফদের পিসিআর টেস্ট করা হয়। এর ফলাফল আসে মঙ্গলবার।
ফলাফলে তিন ক্রিকেটার ও চার স্টাফসহ মোট ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে আক্রান্তদের নাম প্রকাশ করা হয়নি।
অবশ্য স্বাগতিক ইংল্যান্ড শিবিরে করোনা হানা দিলেও সিরিজ চলবে, এমনটাই জানিয়েছে ইসিবি।
তবে এ জন্য আক্রান্তদের বাদ দিয়ে নতুন করে দল ঘোষণা করতে যাচ্ছে ইংলিশরা। সেই দলের অধিনায়ক করা হবে অলরাউন্ডার বেন স্টোকসকে। আর করোনা আক্রান্তদের থাকতে হবে কোয়ারেন্টিনে।