James Anderson : প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার উইকেটের মাইলফলক পূর্ণ করলেন অ্যান্ডারসন

অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার উইকেটের মাইলফলক পূর্ণ করলেন ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সোমবার ল্যাঙ্কাশায়ার ও কেন্টের মধ্যকার ম্যাচে এই মাইলস্টোন গড়েন অ্যান্ডারসন।

এ মাসের শেষেই ৩৯ পূর্ণ হবে এই ইংলিশ পেসারের। ল্যাঙ্কাশায়ারের হয়ে এদিন আগুন ঝরান তিনি। ১০ ওভার বল করে মাত্র ১৯ রান খরচায় তুলে নেন ৭ উইকেট। প্রতিপক্ষ অলআউট হয় মাত্র ৭৪ রানে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই অ্যান্ডারসনের সেরা বোলিং। এই পথে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাইনো কুনকে ফিরিয়ে হাজারতম উাইকেট পূরণ করেন অ্যান্ডারসন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫১তম বারের মতো ৫ উইকেট নেওয়ার স্বাদ পেলেন অ্যান্ডারসন।

এদিন অ্যান্ডারসনের হাজারতম উইকেটের কীর্তি ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। ২০০২ সালের মে মাসে ল্যাঙ্কাশায়ারের হয়ে এই ওল্ড ট্র্যাফোর্ডেই প্রথম শ্রেণির ক্রিকেটে শুরু হয়েছিল তার পথচলা। অভিষেকে নিয়েছিলেন চার উইকেট। ১৯ বছর পর সেই মাঠেই পা রাখলেন হাজার উইকেটে।

এই শতকে মাত্র ১৪তম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার উইকেট নেওয়ার নজির গড়লেন অ্যান্ডারসন। পেসারদের মধ্যে মাত্র পঞ্চম। এই শতকে তার আগে এই নজির গড়েছেন কেবল- ওয়াসিম আকরাম (১০৪২), ডেভন ম্যালকম (১০৫৪), মার্টিন বিকনেল (১০৬১) ও অ্যান্ডি ক্যাডিক (১১৮০)।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?