অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন দুই ফেভারিট রজার ফেদেরার ও নোভাক জকোভিচ।
সোমবার শেষ ষোলোর ম্যাচে ইতালিয়ান তারকা লরেন্সো সোনেগো হারান প্রতিযোগিতার আট বারের চ্যাম্পিয়ন ফেদেরার। সেই সঙ্গে গড়েন ইতিহাস।
টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সুইস তারকা।
অন্যদিকে সার্বিয়ান তারকা জকোভিচ হারান চিলির ক্রিস্তিয়ান গারিনকে। এটি জকোভিচের ৫০তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল। যা দ্বিতীয় সর্বোচ্চ।
৮ অগাস্ট ৪০ বছর পূর্ণ করতে যাওয়া ফেদেরার এই নিয়ে রেকর্ড ৫৮ বারের মতো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে উঠলেন। লরেন্সো সোনেগোর বিপক্ষে দুই ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৪, ৬-২ জয় তুলে নেন ফেদেরার।
রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক পরের রাউন্ডে খেলবেন দানিল মেদভেদেভ কিংবা হুবের্ট হুরকাসের বিপক্ষে।
ফেদেরার ও নাদালের ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় থাকা জকোভিচ এদিন ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারান ক্রিস্তিয়ান গারিনকে। শেষ আটে তার প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুসকোভিকস।
এদিকে মেয়েদের এককে র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা অ্যাশলি বার্টি প্রথমবারের মতো উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
গত মাসে ফরাসি ওপেনজয়ী চেক রিপাবলিকের বারবোরা ক্রেইচিকোভা ৭-৫, ৬-৩ গেমে হারান অস্ট্রেলিয়ান তারকা।