Governor Reshuffle : ত্রিপুরা সহ আট রাজ্যের রাজ্যপাল বদল, আসছেন সত্যদেব নারায়ণ আর্য

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জুন।। কেন্দ্রে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। সেই প্রক্রিয়া বলতে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের বিজেপি নেতা থাওয়ারচাঁদ গেহলটকে মন্ত্রিসভা থেকে সরিয়ে কর্নাটকের রাজ্যপাল পদে নিয়োগ করা হল। সেই সঙ্গে বদল করা হল ৮ রাজ্যের রাজ্যপাল।

রাজ্যসভায় বিজেপি দলনেতা ছিলেন থাওয়ারচাঁদ। সেই সঙ্গে কেন্দ্রে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তাঁকে রাজ্যপাল করার অর্থ মন্ত্রিসভায় একটি শূন্য পদ তৈরি হওয়া। পর্যবেক্ষকদের মতে, শুধু সেই শূন্যপদ পূরণ করা নয়, এর ইঙ্গিত হল শিগগির মন্ত্রিসভায় সামগ্রিক রদবদল হবে। প্রবীণ নেতাকে যেমন রাজ্যপাল করা হচ্ছে, তেমনই নবীন মুখ আসতে পারে মন্ত্রিসভায়।

এদিন যে রাজ্যগুলিতে রাজ্যপাল বদল করা হয়েছে তার মধ্যে অন্যতম হল ত্রিপুরা। হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে ত্রিপুরার রাজ্যপাল করা হয়েছে। আবার ত্রিপুরার রাজ্যপাল রমেশ ব্যাসকে পাঠানো হয়েছে ঝাড়খণ্ডে।

এতদিন মিজোরামের রাজ্যপাল ছিলেন পিএস শ্রীধরণ পিল্লাই। তাঁকে গোয়ার রাজ্যপাল পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রীধরনের পরিবর্তে হরিবাবু কাম্ভামপতিকে মিজোরামের রাজ্যপাল করা হয়েছে। আর হিমাচল প্রদেশের রাজ্যপাল বঙ্গারু দত্তাত্রেয়কে পাঠানো হয়েছে হরিয়ানায়।

বঙ্গারুকে হিমাচল থেকে সরানোর পর সেখানকার রাজভবনে পাঠানো হচ্ছে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের বর্ষীয়াণ নেতা রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরকে। আর মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে মঙ্গুভাই ছগনভাই পটেলকে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?