অনলাইন ডেস্ক, ৫ জুলাই।। জিম্বাবুয়ের বিপক্ষে খুব সহজেই ভালো ফল পাওয়া যাবে না, এই বার্তাটাই দলের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে- খেলতে হবে ধৈর্য নিয়ে, থাকতে হবে ডিসিপ্লিনড। বাংলাদেশ কোচের চোখে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে ‘খুবই স্মার্ট’। জিম্বাবুয়ে নিজেদের মাটিতে বরাবরই বাংলাদেশের কঠিন পরীক্ষা নিয়েছে।
আট বছর আগে সবশেষ জিম্বাবুয়ে সফরে কোনো ফরম্যাটেই সিরিজ জিততে পারেনি টাইগাররা। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে হারতে হয়। বুধবার টেস্ট দিয়ে আফ্রিকার দেশটির বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের একবারের লড়াই। তার আগে শিষ্যদের উদ্দেশ্যে ডমিঙ্গোর বার্তা, ‘হারারেতে খেলার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আমি কয়েকবার এসেছি এখানে।
স্কোরিং রেট এখানে খুবই বেশি। ব্যাটিং বা বোলিং, যেটাই করুন না কেন, লম্বা সময় ধরে চাপ ধরে রাখতে হবে- উইকেট পাওয়ার জন্য।’ প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে খুবই স্মার্ট উল্লেখ করে ডমিঙ্গো বলেন, ‘এই ভেন্যুতে এমন হবে না যে, ব্যাটিং লাইন-আপের ওপর চড়াও হলেন বা ৩৫০ রান তুলে ফেললেন। ‘হার্ড অ্যাট্রিশনাল’ ক্রিকেট খেলতে হবে।
তারা খুবই স্মার্ট।’ যোগ করেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, যাতে ধৈর্য ধরি, ডিসিপ্লিনড থাকি, সুযোগ আসলে যেন সেসব কাজে লাগাই। সুযোগ সব সময় আসবে না এ ধরনের উইকেটে। আসলে যাতে নিতে পারি সেটি নিশ্চিত করতে হবে।’