অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের একই দলই ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বেন স্টোকসের ফেরার অপেক্ষায় ছিল ইংল্যান্ড। কিন্তু গত এপ্রিলে আইপিএলে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠেননি এই অলরাউন্ডার।
তবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন স্টোকস। এ ছাড়া চোটে থাকা জস বাটলারও নেই ওয়ানডে স্কোয়াডে। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাংসপেশিতে চোট পান তিনি।
ইংল্যান্ডের ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন টম ব্যান্টন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ডেভিড মালান সরে দাঁড়ানোতে সুযোগ পান ২২ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ৮ জুলাই, কার্ডিফে।
পরের দুই ম্যাচ হবে লর্ডস ও এজবাস্টনে। যথাক্রমে ১০ ও ১৩ জুলাই। ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, স্যাম বিলিংস, মঈন আলী, স্যাম কারেন, ডেভিড উইলি, টম কারেন, আদিল রশিদ, মার্ক উড, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, লিয়াম ডউসন, জর্জ গার্টন, টম ব্যান্টন।