স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জুলাই।। রাজধানী আগরতলা শহরের কুঞ্জবন বেসিক ট্রেনিং কলেজ সংলগ্ন এলাকায় টিএসআর ক্যাম্পে এক জওয়ান আত্মহত্যা করেছে। আত্মঘাতী টিএসআর জওয়ানের নাম নারায়ণ চন্দ্র দে। বাড়ি গান্ধীগ্রামের শালবাগান এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। পরিবারের লোকজন অভিযোগ করেছেন ক্যাম্পে ওই জওয়ানের ওপর মানসিক নির্যাতন চলছিল। তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা রুজু করা হয়েছে। আইনি সহায়তা নেওয়ার জন্য ছুটি চাওয়া হলে তাকে ছুটি দেওয়া হয়নি বলেও অভিযোগ। গত কয়েকদিন ধরেই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বিষয়টি সে পরিবারের লোকজনদেরকে জানিয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃত জওয়ানের পরিবারের লোকজন বুধবার সকালে টিএসআর ক্যাম্পে এসে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন। তারা স্পষ্ট ভাবে বলেন টিএসআর ক্যাম্পে তার ওপর মানসিক নির্যাতন ও অত্যাচারের কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। তার এ আত্মহত্যার জন্য টিএসআরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে অভিযুক্ত করেছেন সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা। এ ব্যাপারে পরিবারের তরফ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। ক্যাম্পে টিএসআর জওয়ান ফাঁসিতে আত্মহত্যা করেছে সেই খবর পেয়ে পরিবারের লোকজন ক্যাম্পে এসে বিক্ষোভ প্রদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জানতে চান সে আইনি পরামর্শ নেওয়ার জন্য ছুটি চেয়েছিল, কেন তার ছুটি মঞ্জুর করা হলো না।টিএসআর ক্যাম্পের দায়ীত্বপ্রাপ্ত আধিকারিক এ বিষয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে বলেন করোনা পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর করেননি।ক্যাম্পে টিএসআর জওয়ানের আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঁকি ঝুঁকি দিতে শুরু করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসতে পারে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।পুলিশ পরিবারের তরফ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।