অনলাইন ডেস্ক, ৪ জুলাই।। সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতগামী লাইবেরিয়ান পতাকাধারী একটি কার্গো জাহাজ ভারত মহাসাগরে হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এবং দেশটির সংবাদমাধ্যম। এটি ক্ষেপণাস্ত্র হামলা কি না, সে বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছে তারা।
ইসরায়েলের এন১২ টেলিভিশন জানিয়েছে, হামলায় নাবিকেরা আহত হননি, জাহাজেরও খুব একটা ক্ষতি হয়নি। হামলার ভেতরই যাত্রা অব্যাহত রাখেন তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ থেকে হামলার জন্য ইরানকে সন্দেহ করা হচ্ছে।
লেবাননের ইরানপন্থি টিভি চ্যানেল আল মায়েদিন প্রথমে হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। অজ্ঞাত অস্ত্রে হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ ছিল।
আল-জাজিরা জানিয়েছে, জাহাজটি আগে দেখা যায় জেদ্দায়। এখন দুবাই উপকূলে।
এই সমুদ্রসীমায় ইরান এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে আছে। প্রায়ই একে অন্যের নৌযানে হামলা চালায় তারা।
ইসরায়েলের মালিকানাধীন নৌযান গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে হামলার শিকার হয়। পরে এপ্রিলে আবার ইরানের নৌযান হামলার কবলে পড়ে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে তখন বলা হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে হামলা তারা করেছে।