Corruption : দুর্নীতির প্রামাণ পেয়ে ন্যায্যমূল্যের দোকানে তালা ঝোলাল মহকুমা প্রশাসন

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৩ জুলাই।। দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমায় দুর্নীতির প্রামাণ্য তথ্য পেয়ে সুভাষ কলোনি সরকারি ন্যায্যমূল্যের দোকানে তালা ঝোলালো শান্তিরবাজার মহকুমা প্রশাসন৷ শান্তিরবাজারের কিছু সংখ্যক সরকারি ন্যায্যমূল্যের দোকানে চলছে লুটের রাজত্ব এমনই অভিযোগ৷ ভোক্তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না৷ দীর্ঘদিন ধরে ভোক্তাদের এমনটাই অভিযোগ৷ রেশন ডিলার রাতারাতি বড় লোক হবার স্বপ্ণে গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে৷ এমনই ঘটনা ঘটলো সুভাষ কলোনি সরকারি ন্যায্যমূল্যের দোকানে৷ এই দোকানের ডিলার কান্তিলাল দত্ত প্রতিনিয়ত লোকজনদের ঠকিয়ে আসছে বলে অভিযোগ৷ অবশেষে চাপে পড়ে ঘটনার সত্যতা যাচাই করে শনিবার সরকারি ন্যায্যমূল্যের দোকানে তালা লাগালো মহকুমার খাদ্য দপ্তরের আধিকারিকরা৷ এনিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের নিকট জানতে চাইলে উনারা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ৷ এলাকার জনগণের দাবি মহকুমা শাসকের দুর্বলতা ঢাকার জন্য দপ্তরের আধিকারিকরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?