ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৮,৭৩২

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি, ২২ জুলাই।। ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা। নতুন করোনা-সংক্রমিতের পাশাপাশি মৃত্যুও বাড়ছে রোজই। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭,৭২৪ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৮,৭৩২ জন এবং সংক্রমিত ১১,৯২,৯১৫ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৭,৫৩,০৫০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ১৩৩। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ২৮,৭৩২ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৭৫৮ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৫৮ জন, বিহারে ২১৭ জনের, চন্ডীগড়ে ১২ জন, ছত্তিশগড়ে ২৯ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু'জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৬৯০ জনের, গোয়া ২৬ জন, গুজরাটে ২১৯৬ জনের, হরিয়ানায় ৩৬৪ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ২৬৩ জনের, ঝাড়খণ্ডে ৫৫ জনের, কর্ণাটকে ১,৪৬৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪৪ জন, লাদাখে দু'জন, মধ্যপ্রদেশে ৭৫৬ জন, মহারাষ্ট্রে ১২,২৭৬ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে ৪ জন, ওডিশায় ১০৩ জনের, পুদুচেরিতে ৩০ জন, পঞ্জাবে ২৬৩ জন, রাজস্থানে ৫৭৭ জনের, তামিলনাড়ুতে ২,৬২৬ জন, তেলেঙ্গানায় ৪২৯ জন, ত্রিপুরায় ৮ জন, উত্তরাখণ্ডে ৫৫ জন, উত্তর প্রদেশে ১,২২৯ জন এবং পশ্চিমবঙ্গে ১,১৮২ জন প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-এই সমস্ত রাজ্যগুলিতে করোনা-আক্রান্তের সংখ্যা ভাবিয়ে তুলছে দেশবাসীকে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩২,৭০,৩১-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১২,৫০,৯৬, গুজরাটে ৫০,৩৭৯, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৪৭,০৩০, উত্তর প্রদেশে ৫৩,২৮৮ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১৮,০৬,৪৩। ভারতে দ্রুততার সঙ্গে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। একইসঙ্গে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ২১ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,৪৭,২৪,৫৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২১ জুলাই ৩,৪৩,২৪৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?