স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ জুলাই।। পার্বতী সাহা৷ বয়স প্রায় ৯৭ বছর৷ কাগজেপত্রে বৃদ্ধার বাড়ি যোগেন্দ্রনগর এলাকায়৷ যদিও ভাগ্যের নিষ্ঠুর পরিহাস-বৃদ্ধার মাথা গোঁজার ঠাই হয়েছে গাঙ্গাইল রোডের এদিক ওদিকে৷
ভিক্ষে করেই দিন গুজরান বৃদ্ধা৷ অন্য দিনের মতো শনিবার বিকেল নাগাদ বিভিন্ন লোকের কাছ থেকে পাওয়া কয়েকটা টাকা কাপড়ের গাঁটে বেঁধে স্বস্তি মার্কেটের সামনে যেতেই কিছু বখাটে যুবক তার পথ আটকায়৷
কিছু না বলে টেনে হিঁচড়ে বৃদ্ধার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় বখাটেরা৷ শুধু তাই নয় জোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয় বখাটেরা৷ করিৎকর্মা পুলিশ কোথায়? বৃদ্ধার মাথা ফেটে রক্ত ঝরলে প্রায় সঙ্গাহীন হয়ে পড়ে৷ ঐ রকমই খবর পেয়ে ছুটে আসে রামনগরস্থিত হার্টবিট সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবকরা৷
ছুটে আসেন সমাজসেবক তনয় দাস৷ বৃদ্ধাকে ঐ জায়গায় থেকে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে রেফার করা হয় জিবিপি হাসপাতালে৷ খবর, বৃদ্ধার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল৷
বৃদ্ধার নাতনি খবর পেয়ে ছুটে আসে৷ স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, এফআইআর করা হবে৷ যারাই বৃদ্ধার মাথা ফাটালো এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বেচ্ছসেবকরা সহ সভ্য সমাজ৷