Telegram : একসঙ্গে ৩০ জনকে নিয়ে ভিডিও চ্যাটের ফিচার আপডেট করেছে টেলিগ্রাম

অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। একসঙ্গে ৩০ জনকে নিয়ে ভিডিও চ্যাটের ফিচার আপডেট করেছে টেলিগ্রাম। স্মার্টফোন, ট্যাবলেট বা ডেস্কটপে এভাবে কনফারেন্স আয়োজন করা যাবে। টেলিগ্রাম তাদের আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ অ্যাপের লেটেস্ট ভার্সনে গ্রুপ ভিডিও কলিং ফিচার যুক্ত করছে। গ্রুপ ভিডিও কলগুলো ভয়েস চ্যাটে যোগ হওয়া প্রথম ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সেই সব গ্রুপে ভিডিও কল শুরু করতে পারবেন যে সব গ্রুপে তারা অ্যাডমিন। আওএস ব্যবহারকারীদের জন্য গ্রুপ প্রোফাইলে আরও একটি বাটন দেওয়া আছে -‘ভয়েস চ্যাট’। আছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, কাস্টমাইজড থার্ড পার্টি স্টিকার ইমপোর্ট, আর একটি অন্য মেনু বাটন।

অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ফিচারটির সাহায্যে ব্যবহারকারী কোনো মেসেজ পাঠানো বা রিসিভ করার সময় ব্যাকগ্রাউন্ডের রঙ বা প্যাটার্ন পরিবর্তন হবে। ব্যবহারকারীদের কাছে অপশন থাকছে স্ক্রিনে কারও ভিডিও ফিড পিন করে রাখার, যাতে কলে নতুন কেউ যুক্ত হলেও সেটি প্রথম ও সেন্টারে থাকে।

নতুন ফিচারের সাহায্যে এবার টেলিগ্রাম ব্যবহারকারীরা নিজেদের স্ক্রিনও শেয়ার করতে পারবেন। টেলিগ্রাম জানিয়েছে , গ্ৰুপ ভিডিও কল ফিচারে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?