অনলাইন ডেস্ক, ৩ জুলাই।। সংবাদ খাতে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বুলেটিন নামে নিউজলেটার ফিচার চালু করেছে ফেইসবুক।
লাইভ অডিও রুমস ফিচারের সঙ্গে বুলেটিন নিউজ ফিচারও যুক্ত করবে সোস্যাল মিডিয়া প্লাটফর্মটি।
ফলে ভিডিও কনটেন্ট নির্মাতারা প্লাটফর্মটিতে অডিও লাইভ করার সময় লোগো, প্রতিষ্ঠানের নাম, কালার প্যালেটসহ একাধিক কনটেন্ট কাস্টমাইজড করতে পারবেন। এতে মাল্টিমিডিয়া এমবেড ও অন্যান্য স্টাইলিংয়ের সুবিধাও রয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ জানায়, ফিচারটিতে ভিডিও কনটেন্ট নির্মাতারা সাবস্ক্রিপশন প্রাইসের পুরোটুকুই পাবেন। তাদের কাছ থেকে রাজস্ব চাওয়া হবে না।
ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ জানান, প্রতিষ্ঠার সময় থেকে এখন পর্যন্ত স্বাধীন কনটেন্ট নির্মাতা, লোকাল গ্রুপ ও পেজ ব্যাপক জনপ্রিয়। সেই কারণে আমরা কনটেন্ট নির্মাতাদের সহায়তা করার চেষ্টা করছি। নতুন ফিচারের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের কনটেন্ট আগের তুলনায় বেশি পৌঁছাবে। ফলে তারা বেশি মুনাফা অর্জন করতে পারবেন।