অনলাইন ডেস্ক, ১ জুলাই।। কদিন আগেই উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এবার টোকিও অলিম্পিক থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ। গত মে মাসে ইতালিয়ান ওপেন খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পান ২৯ বছর বয়সী হালেপ।
এই কারণে চলতি জুনে হওয়া ফরাসি ওপেনেও খেলতে পারেননি তিনি। সেই চোট এখনো ভোগাচ্ছে। তাই এমন সিদ্ধান্ত বলে টুইট বার্তায় জানান হালেপ। তিনি লিখেছেন, ‘রোমানিয়াকে প্রতিনিধিত্ব করে যে গর্ববোধ করি, তা আর কিছুতে পাই না আমি।
কিন্তু দুঃখজনকভাবে পেশির চোট থেকে সেরে উঠতে আরও সময় প্রয়োজন। তাই এই গ্রীষ্মের অলিম্পিক গেমস থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।’ টোকিও অলিম্পিক থেকে টেনিসের বড় তারকাদের সরে দাঁড়ানোর তালিকাটা শুধু লম্বাই হচ্ছে। হালেপের আগে অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, ডমিনিক থিমের মতো তারকা।